ঢাকমঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর কারাগারে একইরাতে দুই আসামীর মৃত্যু

মন্জুরুল হক (জামালপুর) প্রতিনিধিঃ
নভেম্বর ৭, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলা কারাগারের বন্দি সাজাপ্রাপ্ত আসামীসহ একইরাতে দুই আসামীর মৃত্যু হয়েছে। একজন সোমবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এবং অন্যজন মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে মারা যান।

মৃতদের মধ্যে শাহিন হাওলাদার (৪০)। তিনি মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে। তিনটি মাদক মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন।

অপরজন ইয়াকুব আলী (৬৫)। তিনি মেলান্দহ উপজেলার মৃত আলীর ছেলে। একটি হত্যা মামলায় ৩০ বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি, এরমধ্যে ছয়বছর সাজাভোগ করেছেন।

জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ্ জানান, তিনটি মাদক মামলায় গ্রেফতার জেলবন্দি শাহিন হাওলাদারের সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। রাত ১২.১৫টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ১.২০টার দিকে তিনি মারা যান।

অপরদিকে কারাদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মঙ্গলবার ভোরের দিকে স্ট্রোক করেন। ভোর ৪.১৫টায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫.৪৫টার দিকে তিনিও মারা যান।

তিনি আরও জানান, মৃত আসামীদের পরিবারের কোনো অভিযোগ নেই, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি