জামালপুরের ইসলামপুরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে,মতবিনিময় কমিটির সভাপতি মোঃ আশরাফুর রহমান খাঁনের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো:ফরিদুল হক খান( দুলাল) এমপি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন বোনাস বৃদ্ধি সহ শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান(২) মজিবুর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি লতিফ সরকার,সহ- সভাপতি আবুল নাসের চার্লেজ, সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক শাহীদা পারভিন লিপি ও উপজেলার সহকারী শিক্ষকদের প্রতিনিধি বক্তব্য রাখেন।
এসময় সুশীল সমাজ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।