জামালপুরের ইসলামপুরে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ ও কৃষক লীগের যৌথ অংশগ্রহণে মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজপথে মিছিলে স্লোগান ছিল,ধরি ধরি ধরি না,ধরলে কিন্তু ছাড়ি না। বিএনপি-রাজাকার হুশিয়ার সাবধান।
পরবর্তীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়ার সভাপতিত্বে কৃষক লীগের সভাপতি নূরুল ইসলাম শাহ ফকির,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার,যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী,বক্তব্য রাখেন।
এতে বক্তারা জ্বালাও পুড়াও আন্দোলন বন্ধ করতে বিএনপি জামাতকে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে শক্ত হস্তে মোকাবেলা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সহ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি ও ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান উপস্থিত ছিলেন।