জামালপুরের ইসলামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুন জামান নাসের বাবুল বলেন আইন শৃঙ্খলা বাহিনী যে যেখান থেকে পারেন সবাই সবাইকে সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি জানজট নিরসনের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত ওসি, মাজেদুর রহমান বলেন রাস্তার চলাচল উপযোগী করার লক্ষ্যে ইসলামপুর উপজেলা ব্যাস্তম রোড বটতলা মোড়ে নির্বিঘ্নে চলাচল করার লক্ষ্যে দুই শিফটে পুলিশ ও আনসার দিয়ে জানজট সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.সিরাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুন জামান নাসের বাবুল বলেন, বাল্যবিবাহ নারীর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পথ রুদ্ধ করে দেয় যা নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। প্রচেষ্টার অন্ত নেই আমাদের, তবু দেশের ৬৪ ভাগ বিয়ে বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত হয়েছে।