জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে গর্ভবতী ও প্রসূতি মা ও শিশুদের মাঝে মশারি বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
শনিবার (২৬ আগস্ট) ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে পারটিসিপ্যাটরি এ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি’র) সহযোগিতা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন, বেলগাছা, চিনাডুলি ইউনিয়নের গর্ভবতী ও প্রসূতি মা , ৫ বছরের নিচের শিশু ও কিশোরীদের অপুষ্টি দূরীকরণ, হত দরিদ্র জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও এলাকার সকল শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে ২৫০০ মশারি বিতরণ করা হয়।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, দেশে ডেঙ্গুর রোগীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। করোনার মতো ডেঙ্গুও এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তবে আমাদের সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে এসব রোগ থেকে আমাদের রক্ষা করতে।
মশারি বিতরণে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এস এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ এ এম আবু তাহের, এ পি ম্যানাজার সজল গোমেজ,পারি’র ম্যানেজার কমল পাল, প্রোগ্রাম অফিসার বোরহানউদ্দিনসহ আরো অনেকে।