ঢাকবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে হাড়িয়াবাড়ি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

সুমন ইসলাম
আগস্ট ৯, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

অভিযোগের রেশ কাটতে না কাটতেই জামালপুরের ইসলামপুরে হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুদ্দিনের বিরুদ্ধে আবারও সহকারী ২ শিক্ষককে সামরিক বরখাস্ত করার অভিযোগ উঠেছে। সাময়িক বহিষ্কৃত দুই সহকারী শিক্ষক হলেন, উক্ত প্রতিষ্ঠানের ১.বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান

২. গণিত বিষয়ের সহকারী শিক্ষক শামীম মিয়া।

বুধবার (৯ আগস্ট) ইসলামপুর হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষকের অভিযোগ প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় প্রধান শিক্ষক জহির উদ্দিন তার একক সিদ্ধান্তে আমাদের সাময়িক বহিষ্কার করেছে। সাময়িক বহিষ্কৃত সহকারী শিক্ষক শামীম মিয়া বলেন, কয়েক মাস আগে প্রধান শিক্ষক জহির উদ্দিন শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায় করেছিল, এতে নড়েচড়ে বসেছিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এর সূত্রপাত ধরেই মূলত সন্দেহ মুলকভাবে আমাদের ২ জনকে সাময়িক বহিষ্কার করেছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও উক্ত প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অভিভাবকের অভিযোগ,প্রধান শিক্ষক জহির উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে পরীক্ষা অতিরিক্ত ফি দায়ী নারী কেলেঙ্কারি ও বই চুরির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাড়িয়াবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে সহকারে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ঘটনা সত্য। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বসে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি বলেন,উক্ত ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তদন্ত সাপেক্ষে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি