জামালপুরে ইসলামপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯ই আগষ্ট (বুধবার) জামালপুরে ইসলামপুর উপজেলা চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে ৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইসলামপুর উপজেলার বারটি ইউনিয়নের উপকার ভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড আব্দুন জামান নাসের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামান নাসের চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আশরাফ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ চায়না আক্তার ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ও বিভিন্ন ইউনিয়নে সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যানেরা ।