ঢাকবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সুমন ইসলাম
জুলাই ২৭, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে,জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ ও পরবর্তী কর্মসূচি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। সহ-সভাপতি (১) আরিফ হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ কর্মকার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহার সরকার, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথি, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য বলেন, বিএনপি জামায়াতের ঠাঁই ইসলামপুরের মাটিতে নেই। জ্বালাও পুরাও আন্দোলন করে দেশের উন্নয়ন তারা থামাতে পারবে না। এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা আরো বলেন, হিরো আলমকে উস্কে দিয়ে ঐ বিএনপি জামায়াত যে পরিকল্পনা করছে তা ভেস্তে যাবে। এ সময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে,বটতলা চত্বরে বক্তৃতা শেষে দলীয় পার্টি অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আয়োজন শেষ হয়।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি