জামালপুরের ইসলামপুরে ময়লা আবর্জনার স্তূপটি শহরবাসীর কাছে নাক ছিটকানোর অন্যতম কারণে পরিণত হয়েছে। রবিবার সরেজমিনে গিয়ে,বিষয়টি চোখে পড়ে। বলছি ইসলামপুর পাথরঘাটি বিজ্রের বিপরীতে বাইপাস রোডটির কথা। দীর্ঘদিন থেকে একই স্থানে ময়লা আর্জনায় রাখায় প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা,ক্ষতি হচ্ছে আশেপাশের পরিবেশ। একদিকে হুমকির মুখে পথচারীরা আরেকদিকে স্থবির হচ্ছে জনজীবন। একসময় যে জায়গাটি বিনোদনে পরিপূর্ণ ছিল,এখন সেখানে দুর্গন্ধে পরিপূর্ণ।
স্থানীয় জনসাধারণ বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীরা রাস্তার পাশে অবৈধ বালু বিক্রি করার পাশাপাশি নদ-নদী ভরাট কাজে প্রতিযোগীতায় নেমেছে। এসব কাজে বাঁধা দিলেই আসছে নানা হুমকী। এভাবেই আমরা প্রতিকূল অবস্থায় কোনমতে বেঁচে আছি।
এদিকে স্থানীয় পৌর মেয়র বলেন,খালটি দখল মুক্ত করতে সম্মেলিত প্রচেষ্টা চালানো দরকার , নির্দিষ্ট ট্রাস্পিং স্টেশনের কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে ময়লা অপসারণ করা হবে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলার দ্বায়িত্ব প্রাপ্ত নিবার্হী কর্মকর্তার ফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।