জামালপুরের ইসলামপুরে ওয়ারেন্ট ভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করছেন ইসলামপুর থানা পুলিশ। ইসলামপুর থানার এস আই আক্রামুজ্জামান এর নেতৃত্ব এসআই হাদী, এএসআই খোকন সহ ইসলামপুর থানার চৌকস একদল পুলিশ ফোর্স গতকাল রাতে ইসলামপুর উপজেলার ইউনিয়নের টুংড়াপারা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী মৃত আব্দুল হাকিমের ছেলে, ১। মো.খায়রুল বাশার ওরফে বাশার ও ২। শাহনাতুল আরেফিন( সুমি) স্বামী মোঃ খায়রুল বাশার সাং নাপিতের চর টুংড়াপারা,থানা – ইসলামপুর জেলা – জামালপুর কে গ্ৰেফতার করে জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। এব্যাপারে ইসলামপুর থানার অফিসার ওসি মাজেদুর রহমান মাজেদ সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ২ জন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট এর সূত্র ধরেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।