ঢাকশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে মহাসড়কের পাশে অবৈধ বালু বিক্রি, পিছিয়ে নেই নদী ভরাট কার্যক্রম

মোঃ সুমন ইসলাম
জুলাই ১৫, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে পৌর শহরের বেপারীপাড়া মোড় থেকে পাটনিপাড়া মোড় পর্যন্ত অবৈধ বালু ব্যবসায়ীদের দখলে। রাত দিন বালু ব্যবসায়ীরা অবৈধ বালু বিক্রি করে কোটিপতি হলেও সাধারণ জনসাধারণকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। নিবন্ধনবিহীন মাহেন্দ্র গাড়ীতে অবৈধ বালু পরিবহনের ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে,তেমনি বাড়ছে দূর্ঘটনা। অপরদিকে,শহরের পাটনিপাড়া পাথরঘাটি ব্রিজের বিপরীতে নদ নদী ভরাট কার্যক্রম চলছে। ময়লা আবর্জনা দিয়ে নদ নদী ভরাটের ফলে প্রতিনিয়ত পথচারীরা নাক চেপে রাস্তা পারাপার হচ্ছে। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি স্থবীর হচ্ছে জনজীবন।
স্থানীয়দের অভিযোগ,অবৈধ বালু ব্যবসায়ীরা কাউকে তোয়াক্কা করছে না। অনেক সময় রাস্তায় বালু রেখে বিক্রি করছে,কেউ নিষেধ করলে দিচ্ছে নানা রকম হুমকী।
এদিকে ইসলামপুর পৌরসভার কনজারভেটিভ ইন্সপেক্টর জুলফিকার আলী দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধিকে জানান, মহাসড়কের পাশে ময়লা আবর্জনা স্তুপ করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে,চলতি বছরে এর একটা বিহীত হবে।
ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মু: তানভীর হাসান রুমানকে উক্ত বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি