জামালপুরে ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আনোয়ার হোসেন (পাগলা) মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১০’৪৫মিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আনোয়ার হোসেন উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুর পুর পূর্ব পাড়া গ্রামের মৃত দানেছ আলীর ছেলে।
গত ৬/৭/২৩ইং উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুর পুর পূর্ব পাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। ওই রাতেই নিহতের ভাই মনির বাদী হয়ে প্রতিবেশী একই গ্রামের ,রফিক, মোস্তফা,মনু, সবুজ, হিটলার সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন। মামলার নং ( ০৩) মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন,রফিক ও মোস্তফা কে আটক করতে সক্ষম হই।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনোয়ারের সঙ্গে মনুর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে মনু ও রফিক গংরা তাদের ওপর হামলা চালায়। এতে ১।আনোয়ার হোসেন (৪০) পিতা মৃত দানেছ আলী ২।মনোয়ারা (৩৮) পিতা মৃত হুরমুজ,৩। গুলনাহার (৬৫) স্বামী মৃত হুরমুজ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত আনোয়ার হোসেনের পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই মনির বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার কয়েক দিন আগেও স্থানীয়ভাবে ঘটনাটির মীমাংসা করা হয়। হঠাৎ করে মনু, তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার ভাই, ভাতিজা ও ছেলেকে গুরুতর আহত করে। আমার ভাই আনোয়ার হোসেন বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবি জানাই।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান মাজেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।