ঢাকবুধবার , ১২ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজির জমি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ জেঠার বিরুদ্ধে

মোঃ সুমন ইসলাম
জুলাই ১২, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে ভাতিজির জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ উঠেছে জেঠার বিরুদ্ধে। এঘটনায় বুধবার বিকালে ইসলামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভাতিজি বৈশাখী আক্তার। সে পৌর শহরের বোয়ালমারী গ্রামের মৃত এনামুল হকের মেয়ে।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মা বিউটি বেগম জেঠা অলিলুর রহমানের নিকট ১৩ শতাংশ জমি বিক্রি করেছেন। সেখানে স্বাক্ষীর কথা বলে সাব-রেজিষ্ট্রার অফিসে নিয়ে যায় জেঠা অলিলুর রহমান। কিন্তু আমার অজান্তে অনেকগুলো দলিলের পাতায় স্বাক্ষর নেয়। পরে আমার সন্দেহ হলে আমার স্বামী রেজাউল করিম ঢালিকে খবর দেই। পরে আমার স্বামী এসে জানতে পারেন আমার জেঠা খলিলুর রহমানের সহযোগীতায় মা ‘র ১৩ শতাংশ ও আমার ৩০ শতাংশ জমি লিখে নেন জেঠা অলিলুর রহমান। পরে বিষয়টি সাব রেজিস্টার অফিসারের নিকট অবগত করা হলে তিনি বলেন এখন আর কিছুই করার নেই যা হওয়ার হয়েছে।
পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে জেঠা খলিলুর রহমান ও অলিলুর রহমান আমাকেসহ আমার স্বামী রেজাউল করিম ঢালীকে প্রাণ নাশের হুমকি দেয়।এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।
পরস্পরের মাধ্যমে জানতে পারি তারা নাকি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে।
তিনি জানান জমি ফেরত না দিলে জেঠা অলিলুর রহমানের ঘরে গিয়ে আত্মহত্যার হুমকি দেন ভাতিজি বৈশাখী আক্তার।
তবে বিষয়টি অস্বীকার করে জেঠা খলিলুর রহমান বলেন, আমার ভাতিজি বৈশাখী আক্তার সাব রেজিস্টার অফিসে গিয়ে স্ব-ইচ্ছায় আমার ভাইয়ের নিকট জমি লিখে দিয়েছেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্বামী রেজাউল করিম ঢালী, সাবেক জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক রকিবুল হাসান রাসু, ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি