ইসলামপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর বেলা আনুমানিক, বেলা,১,৩০মিঃদিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর পশ্চিম মন্ডল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত পরিবারের সদস্যরা হলেন ,১ । মোঃ মধু মন্ডল ২। মোঃ কাদের ৩। মোঃ বাবুল,সর্ব পিতা মৃত আঃ ছাত্তার মন্ডল ৪। মোছাঃ উসনা বেগম,স্বামী মোঃ মধু মন্ডল,৫। মোছাঃ মাজেদা বেগম,স্বামী মোঃ আঃ ছালাম,৬। মোছাঃ রাশেদা বেগম, স্বামী মোঃ কাদের, ৭। মোঃ আঃ হালিম পিতা মোঃ শাহজামাল মন্ডল, সর্ব সাং -গোয়ালেরচর পশ্চিম মন্ডল পাড়া থানা -ইসলামপুর জেলা -জামালপুর। ১,২,৪ জখমীদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল মোঃ আঃ ছালামের সাথে মোঃ মামুন গংদের মধ্যে। মোঃ আঃ ছালামের কিছু জমি মামুন গংরা ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়। ১১জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ১’৩০মিঃ দুপুর ছালামের ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে । এ নিয়ে ছালামের লোক ও মামুনের লোকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছালামের পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন। বাদী
ছালাম বলেন, আমার (ছালাম) ও মামুনের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজেদুর রহমান মাজেদ বলেন, এ ঘটনায় থানায় ছালাম অভিযোগ দায়ের করেন।