জামালপুর পৌরসভার রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে রশিদ মোল্লা (৪৭) কে পাইপগানসহ গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। রশিদ মোল্লা (৪৭) ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মোঃ চাঁন মিয়া মোল্লার ছেলে।

এ ঘটনায় বুহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে। এ সময় জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটার দিকে পৌরসভার রেলওয়ে এলাকায় জামালপুর সদর থানা পুলিশ তল্লাসী চালিয়ে দেশীয় অস্ত্র পাইপগানসহ রশিদ মোল্লা (৪৭)কে গ্রেফতার করেছে। রশিদ মোল্লার নামে এর আগে ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন মামলা ছিল বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সীমা রানী সরকার, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান,সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ এবং ওসি তদন্ত নুর মোহাম্মদ প্রমুখ।