ঢাকবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন

মঞ্জুরুল হক (জামালপুর জেলা) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মনুচিও পালিত হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি’র নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জামালপুর পৌর যুব মহিলা লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জামালপুর পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটির সাবেক সদস্য সাবিনা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-
জান্নাত তনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি,সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী চাঁদনী প্রমূখ।
এসময় জেলা যুব মহিলা লীগ,শহর যুব মহিলা লীগ ও সদর উপজেলা যুব মহিলা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুব মহিলা লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচারে ও রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলে দেশব্যাপী পরিচিতি লাভ করে। এ সংগঠনটি আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হয়ে থাকবে। আজকের এই দিনে সংগঠনের প্রাণশক্তি জামালপুর জেলা যুব মহিলা লীগের সর্বস্তরের নেতাকর্মী বোনদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা।
পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়। কেক কাটা অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি