জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মামলা দ্রুতবিচার আইনে নেয়ার জন্য জামালপুর ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২১জুন (বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকরা প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় বক্তারা খুলনার দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে হুমকি দাতাদের গ্রেফতারের দাবী জানিয়ে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তালিকা ভুক্ত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সুনির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট দাখিল করে মামলাটি দ্রুত বিচার আইনে বিচার কার্য্য নিঃষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গত ১৪ জুন (বুধবার) রাত ১০টায় ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি এবং বাংলা নিউজ২৪ ডটকম অনলাইন পত্রিকার জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে ১৫জুন বেলা পনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মৃত্যু বরণ করেন।