জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়া গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত গৃহবধূর নাম আম্বিয়া আক্তার (৩৫)। সে ওই এলাকার রেলওয়ে কর্মচারী লাভলু মিয়ার স্ত্রী।
জামালপুর সদর থানায় ওসি কাজী শাহ্নেওয়াজ জানান,আজ বৃহস্পতিবার দুপুরে লাভলু মিয়া তার চাকুরী শেষে বাড়ি ফিরছিলেন। এসময় লাভলুর চাচাত ভাই লেবু মিয়া দলবল নিয়ে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী আম্বিয়ার এগিয়ে এলে তাকে এলাপাতারি কুপিয়ে আহত করে দুর্বত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল আসামী লেবু মিয়া (৪৫), মিস্টার(৪০),মিনা রহমান (২৪) এবং সালেহা বেগম (৬০) কে আটক করেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের স্বামী লাভলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি কাজী শাহ্নেওয়াজ জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ২৫ বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হন লাভলু মিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধু।