ঢাকমঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Link Copied!

জামালপুর সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম।
পরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় উপজেলার শরিফপুর ইউনিয়ন দল ও দিগপাইত ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয় এবং ৫-৪ গোলে দিগপাইত ইউনিয়ন দল শরিফপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।
জানা যায়, টুর্নামেন্টে সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে। আগামী ১৭ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি