ঢাকসোমবার , ১২ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খুনের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমকে খুনের মামলায় কারাগারে পাঠিয়েছেন জামালপুর আদালত। তিনি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আবুল কাসেম দুলাল হত্যা মামলায় ১৫ নম্বর আসামি।
সোমবার (১২ জুন) হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে ছাগল নিয়ে সংর্ঘষে ট্যাটাবিদ্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আবুল হাসেম দুলাল নিহত হন। ২৮ এপ্রিল নিহত দুলালের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিককে ১৫ নম্বর আসামি করা হয়। তার বিরুদ্ধে নিহত আবুল কাশেম দুলালের স্ত্রীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপ দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিকের আইনজীবী বাকী বিল্লাহ জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পরই আসামি জামালপুর আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারা পাঠান। জামিনের জন্য পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি