জামালপুরের মাদারগঞ্জে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী ৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের রুকনাই এলাকার নিজ বাড়ী থেকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বাদী সূত্রে জানা গেছে ঐ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার খলিল সরকার উরফে খলিল মেকার তার ছেলেকে সৌদি পাঠানো বাবদ আদম ব্যাপারী সোনা মোল্লা উরফে সুলতানকে কয়েকধাপে ৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়। বিদেশ না পাঠিয়ে টাকা নিয়ে লাপাত্তা হয় আদম বেপারী সোনা মোল্লা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের অবগত করার পর ও কোন সমাধান না পাওয়ায় জামালপুর জজকোর্টে গত ২০১৫ সালে মামলা দায়ের করেন ভুক্তভোগী খলিল সরকার। মামলার প্রেক্ষিতে ২০১৭ সালে আদম বেপারী’ পলাতক থাকা অবস্থায় ১ বছরের সাজাপ্রাপ্ত হয়। ২০২৩ সালের আনুমানিক এপ্রিল/মে মাসে বাদীর সাথে কোন কথা না বলেই আদালতে মিথ্যা আপোষের কথা বলে জামিন নেয়। সর্বশেষ ৯ জুন/২০২৩ শুক্রবার রুকনাই নিজ বাড়ী থেকে আদম বেপারী কে আটক করে পুলিশ। ভুক্তভোগী খলিল সরকার জানান নিজের কিছু টাকা ছাড়া অধিকাংশ টাকা ঋণ করে ছেলেকে বিদেশ পাঠাবো বলে আদম বেপারী সোনা মোল্লাকে দেই। আমার ছেলেকে বিদেশ না পাঠিয়ে এবং টাকা ফেরত না দিয়ে সে অনেক হয়রানি করিয়েছে আমাদের। অনেক দিন পলাতক ছিলেন তাকে ধরিয়ে দিয়েছি শাস্তি পাওয়ার জন্য। এ এস আই কামরুল ইসলাম ও আব্দুল্লাহ জানান বাদী ও ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামীকে নিজ বাড়ী থেকে আটক করি। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহুবুবুল হক জানান ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে আটকের পর শুক্রবার দুপুরের আগেই জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।