জামালপুর পোগল দিঘা ডিগ্রি কলেজ তারাকান্দি সরিষাবাড়ির বাংলা বিষয়ের প্রভাষক মাহমুদুল হক দুলাল ছুটি না নিয়েই বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
প্রভাষক মাহমুদুল হক দুলাল বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থান করছেন। কলজের অধ্যক্ষ মহসীনা খাতুন জানিয়েছে, ডিবিতে লটারী পেয়ে ওই প্রভাষক ( মাহমুদুল হক) আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছে। তাঁকে অবৈতনিক ছুটি দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে ওই কলেজে নিয়োগ প্রাপ্ত হন মাহমুদুল হক দুলাল।পরে সর্বশেষ ডিবিতে লটারী বিজয়ী হন তিনি।মাহমুদুল হকের গ্রামের বাড়ি জামালপুরে সরিষাবাড়ি উপজেলার মাজালিয়া এলাকায়।
মাহমুদুল হকের ব্যক্তিগত ফেসবুক একাউন্ড থেকে চলমান বছরের ২২ ফেব্রুয়ারী নিউইয়র্কে জে এফ কেনেডি বিমান বন্দরে ২২ ঘন্টাপর পৌছার খবর আপলোড করেন তিনি।
বুধবার বেলা ১২ টায় সরেজমিনে গিয়ে কলেজে প্রভাষক মাহমুদুল হকের পরিবর্তে তার বাংলা বিষয়ের ক্লাশ কাউকে নিতে দেখা যায়নি। বিদেশ ভ্রমনে কোন শিক্ষক যেতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অনুমতি লাগে। তিনি তা নিয়েও এবং অফিস না করেই নিয়মিত বেতন নিচ্ছে কলেজ থেকে। আর এ কাজের সহযোগিতা করছেন কলেজের অধ্যক্ষ মহসীনা খাতুন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, মাহমুদুল হক স্যার বাংলা বিষয়ের প্রভাষক, তিনি নিয়মিত কলেজে থাকেন না এবং ক্লাসও নেন না। তিনি ডিবিতে লটারী পেয়ে আমেরিকা চলেগেছেন।
নামে প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ‘মাহমুদুল হককে কলেজ ক্যাম্পাসে কখনোই আমরা সেই ভাবে দেখিনি। মাঝে মধ্যে হঠাৎ বছর পর কলেজ আসেন তিনি। বাংলা বিষয়ের কোন প্রভাষক কলেজে নাথাকায় ব্যহৃত হচ্ছে পাঠ কার্যক্রম।
এ বিষয়ে কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আবুল হোসেন, প্রভাষক মাহমুদুল হক দুলালের আমেরিকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত করে বলেন,তাঁকে এবার আসলে রিজাইন লেটার নেয়া হবে এবং সেটি এনআরটিসিতে পাঠানো হবে।