ঢাকমঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত

Link Copied!

জামালপুরে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বকর্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পৌরসভাসহ ৭ উপজেলায় প্রায় দুইশ স্পটে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) সকাল থেকে সারা জেলায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এরমধ্যে জামালপুর পৌরসভায় ৫০টি স্পটে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে শহরের ১১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগেরহাটা এলাকায় আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী ও পৌর বিএনপির সহ-সভাপতি মাসুমা আরমিন মিতু।
এতে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। পরে সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এদিকে, জেলা শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের পরিচালনায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরন করা হয়।
সদর উপজেলার কেন্দুয়া, তিতপল্লা, মেস্টা,শাহবাজপুর দিগপাইত,রশিদপুর ও বাশচড়া ইউনিয়নে দূস্থদের মধ্যে খাবার বিতরন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারন সম্পাদক মোঃ রহুল আমীন মিলন সহ নেতৃবৃন্দ।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি