জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত ইজিবাইক চাপায় মুসলিমা(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭মে) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রির গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, বেলা আনুমানিক ১টার দিকে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুর মুসলিমা’র মৃত্যু হয়।
চালক ও ইজিবাইকটি এলাকাবাসী আটক করেছে।
ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি