জামালপুরে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিকপানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়ন বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে মানবসম্পদ উন্নয়ন গ্রামীন পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বাস্তবায়নে মির্জা আজম অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।জামারপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী সুলতান মাহমুদ সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,মানবসম্পদ উন্নয়ন গ্রামীন পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড স্পেশালিষ্ট শামস উদ্দিন মো. রফি ও মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভার প্রধান অতিথি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ প্রকল্পটি জেলার সাত উপজেলায় সম্প্রসারিত করে সচ্ছতার মাধ্যমে ব্স্তবায়ন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।