রাজশাহী জেলা বি,এন,পির আহব্বায়ক চাঁদ এর বিরুদ্ধে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দেয়া ও কটুক্তি করায় বিএনপির ওই নেতার বিরুদ্ধে মামলা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এড,মুহাম্মদ বাকী বিল্লাহ এই মামলার পরিচালনা করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। মামলা দায়েরের সময় জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ ও বার কাউন্সিল সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবী ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানাগেছে, আদালতের বিজ্ঞ বিচারক উক্ত মামলাটিকে এফ,আই,আর হিসেবে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন।