জামালপুরের ইসলামপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা কর্তৃক হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
২২শে মে (সোমবার) ৫.০০ ঘটিকার সময় জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় থানা মোড় সংলগ্ন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা দলীয় কার্যালয় হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজশাহী জেলা বিএনপির কুখ্যাত আহ্বায়ক আবু সাঈদ কর্তক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সংগ্ৰামী সাধারণ সম্পাদক এডঃ আব্দুস সালাম ইসলামপুর, উপজেলা চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল আব্দুর নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিরুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু, ছাত্রলীগের সভাপতি নূর আজাদ ইমরান সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ মধ্য দিয়ে শেষ হয়।