ঢাকসোমবার , ২২ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে বজ্রপাতে নিহত পরিবারকে সহায়তা প্রদান

মোঃ সুমন ইসলাম
মে ২২, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে প্রতিদিন দুপুর গড়ালেই ঘন হচ্ছে মেঘ। কালবৈশাখী যেন প্রতিদিন হানা দিচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত। রবিবার বিকেলেও ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রপাত। বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকায় আগারি ব্রীজের নীচে গোসল করতে গিয়ে তিন সন্তানের জননী মোছাঃ মোরশেদা বেগম নামে এক মহিলা বজ্রপাতে মৃত্যু হয়। বজ্রপাতে নিহত পরিবারকে প্রশাসনেরর পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২১ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সহায়তার টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।
এ সময় চেয়ারম্যান আঃ সালাম,ইউপি সদস্য ফারুক হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২১মে রবিবার দুপুরে ডেপরাইপ্যাচ আগারী ব্রীজের খালে গোছল করতে যান উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেপরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়া স্ত্রী মোর্শেদা বেগম (৩৮)। এক পর্যায়ে বজ্রপাত পরলে তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে মৃত দেহ উদ্ধার করেন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে জরুরী বিভাগে প্রশাসন নিহত পরিবারকে সহায়তা প্রদান করেন।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি