বাংলাদেশে নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনার মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্তব্য করেছেন, ‘এসব নিষেধাজ্ঞা আর পাল্টা-নিষেধাজ্ঞায় লাভ হয় না।’
সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকরা একটি দৈনিক পত্রিকার এ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যে পত্রিকা লিখেছে তাদের জিজ্ঞাসা করুন, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই।’
তিনি বলেন, ‘আর নিষেধাজ্ঞা আর পাল্টা-নিষেধাজ্ঞা এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। ইরানের বিরুদ্ধে অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে ইরানের সরকার তো পড়ে যায় নাই, বহাল তবিয়তে আছে। বহু বছরের স্যাংশনেও কিউবাকে টলানো যায় নাই, সরকারও পরিবর্তন হয় নাই।
‘মায়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন, সেখানকার সরকার তো পরিবর্তন হয় নাই। রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন, সেগুলো অমান্য করেই ইউরোপের বিভিন্ন দেশ এবং অনেকেই তাদের কাছ থেকে পণ্য আমদানি করছে। অর্থাৎ এগুলো দিয়ে আসলে লাভ হয় না।’
যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। গত ৫১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে, আমাদের নিরাপত্তাবাহিনীকেও প্রশিক্ষণসহ নানা সহায়তা দিয়ে আসছে এবং সেই সহায়তা অব্যাহত আছে।
‘আমরা মনে করি, আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতায় দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের এক অত্যন্ত প্রোফাউন্ড ডিভালপমেন্ট পার্টনার।’
গত ১৬ মে ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
এ সময় আগামী সংসদ নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ নিয়েও যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের ডেপুটি এসিসটেন্ট সেক্রেটারি আফরিন আক্তার বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক চীন, রাশিয়া ও অন্য কোন দেশ দ্বারা নির্ধারিত হয় না।
‘ওয়াশিংটন-বাংলাদেশের সম্পর্ক বহুমুখী ও বহুমাত্রিক। যেমন, ঢাকা সম্প্রতি ইন্দোপ্যাসিফিক আউটলুক (আইপিও) প্রকাশ করেছে যার অনেক কিছুর সঙ্গে ইউএস ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজির (আইপিএস) মিল রয়েছে।’
সাক্ষাৎকারে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) নিয়েও ওয়াশিংটনের অবস্থান তুলে ধরেন আফরিন আক্তার। মার্কিন নিষেধাজ্ঞার পর ‘বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্যভাবে কমে’ যাওয়ায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানান তিনি। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আরও সময় লাগবে বলে ইঙ্গিত দেন তিনি।
বিএনপির আন্দোলন কাগুজে বাঘ
বিএনপির আন্দোলন ঘোষণাকে ‘কাগুজে বাঘ’ ও ‘খালি কলসি বাজে বেশি’র সাথে তুলনা করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বিএনপি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘এই এক দফা বহু আগে থেকেই তারা দিয়েছে। বিএনপি মাঝে মধ্যেই এক দফায় যায় আবার দফা বাড়ে, কিছুদিন পরপর এই ঘটনা ঘটে।
‘আগেও তারা এ রকম ১০ দফা, ১৪ দফা, ১২ দফা, সর্বশেষ ১৭ দফা দিয়েছিলো। তাদের জোটের আকারও বাড়ে আবার কমে, অ্যামিবার মতো নিজেরা ভাগ হয়ে আবার দ্বিখন্ডিত-ত্রিখন্ডিত হয়।’
তিনি বলেন, ‘বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। আর মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের সার্কাসও মানুষ দেখছে। মানুষের কাছে এগুলো এখন হাস্যরস আর কৌতুক। এবং বিএনপির এসব ঘোষণা ‘কাগুজে বাঘ’ আর ‘খালি কলসি বেশি বাজা’ ছাড়া অন্য কোনো কিছুই নয়।’