মধ্য আমেরিকার দেশ ফুটবল এল সালভাদরে একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, এল সালভাদরের রাজধানীয় স্যান সালভাদরে স্থানীয় ফুটবল দল আলিয়ানজা ও ফাসের মধ্যকার ম্যাচের সময় পদদলিত হয়ে ৭ পুরুষ ও ২ নারীর মৃত্যু হয়। নিহতদের সবার বয়সই আঠারোর বেশি। এসময় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, একটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার সময় গেট বন্ধ হওয়ার পর বিপুল সংখ্যক মানুষজন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
একজন স্বেচ্ছাসেবী সাংবাদিকদের বলেন, স্টেডিয়ামটিতে দর্শকদের ঢল নেমেছিল।
এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি একট টুইট বার্তায় জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। মেডিকেল টিমের কাজের সুবিধার্থে তিনি ওই স্টেডিয়ামে অবস্থানরতদের সাবধানে চলাফেরা করার আহ্বান জানান। এ ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এল সালভাদর ফুটবল ফেডারেশন।