ঢাকরবিবার , ২১ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গুলি করা নিয়মে পরিণত করেছে সরকার : মির্জা আব্বাস

বার্তা কক্ষ
মে ২১, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের উপর গুলি করা সরকার নিয়ম বানিয়ে নিয়েছে বলে দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুলিশ-প্রশাসনের যারা এ কাজের সাথে জড়িত ভবিষ্যতের সরকার তাদের বিচার করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি
গায়েবি মামলার প্রতিবাদসহ দশ দাবি আদায়ে শনিবার, রাজধানীর মতিঝিলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা আব্বাস বলেন, বিএনপির উপর যারা গুলি করছেন তারা ভবিষ্যতের কথা চিন্তা করে গুলি করা বন্ধ করুন, ৪৮ বছর পর হলেও প্রতিশোধ নেওয়া হবে।
সমাবেশে দলটির আরেক নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ-প্রশাসনের যারা হামলা করছেন ভবিষ্যতের সরকার তাদের ক্ষমা করবে না। এছাড়া যেসব পুলিশ গায়েবি মামলা দিচ্ছে তাদের তালিকা করে রাখারও নির্দেশ দেন তারা।
এছাড়া বক্তারা আরও অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকতে পারবে না জেনেই আবারো হামলা, মামলার পথ বেছে নিয়েছে সরকার। তবে, গণআন্দোলনে সরকারের পতন নিশ্চিত করার কথাও জানান বক্তারা।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি