অভিযুক্তের মা ৯৯৯ করা কলে পুলিশ ঘটনাস্থলে এসে ২ অভিযুক্ত ছিনতাইকারী কে পুলিশের হেফাজতে নিয়ে যায়। সরেজমিন থেকে তথ্য মেলেছে এর আগেও অভিযুক্তরা অটো ছিনতাইকারীর চক্রে সদস্য ছিলেন। এলাকাবাসীরা জানান,স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী মহলের সার্বিক সহযোগীতায় আমরা এ বিষয়টি সমাধান করলে,হয়তো অভিযুক্ত ছিনতাইকারীরা সামাজিক শিক্ষার পাশাপাশি অসহায় ভুক্তভোগী অটো চালকের একটা বিহীত হতো। এলাকাবাসী আরো জানান, আইনি প্রক্রিয়ায় দোষীরা হয়তো জামিনে বেরিয়ে আসবে,অথচ ঐ এলাকা থেকে হারিয়ে যাওয়া আরো ২ অটো খোঁজ কে দিবে…..?? এর সমাধান কি’বা হলো।
এ সময় অভিযুক্ত ২ ছিনতাইকারীর কাছ থেকে নগদ ৮,৭০০ টাকা উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর থানার সাব ইন্সপেক্টর তারেক বলেন,আইন আইনের প্রক্রিয়ায় চলবে। ৯৯৯ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত ছিনতাইকারীকে পুলিশের হেফাজতে ইসলামপুর থানায় নিয়ে এসেছি।