যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বুধবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার সভকুড়া গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ১২৫ টি মিনি স্টেডিয়ামের জন্য বাজেট ছিল ১২৫ কোটি টাকা। আর দ্বিতীয় পর্যায়ের ১৮৬ টি স্টেডিয়ামের জন্য বাজেট দেয়া হয়েছে সাড়ে ১৬শ কোটি টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২৯ লাখ টাকা।
পরে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।