ঢাকশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে এক ইউপি’র সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম আসা’র দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্যাজেট বাতিলের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে ডিগ্রীরচর সকাল বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার ভোক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে ইউপির সদস্যের বিরুদ্ধে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল(১) আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, গত সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবার বাড়িতে যাওয়ার সময় ইউপি সদস্য আসাদুল ইসলাম আসা মেম্বার তাকে একা পেয়ে মুখে কাপড় পেচিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ডাক-চিৎকারে এলাকাবাসী ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করে।
মানববন্ধন চলাকালে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, চরিত্রহীন ওই ইউপি সদস্য দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্মসহ নেশা ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। তার এসব অপকর্মের জন্য এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অতিদ্রুত চরিত্রহীন আসাা মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্যাজেট বাতিলের দাবি জানান তারা।
এব্যাপারে অভিযুক্ত ওই ইউপির সদস্য আসাদুল ইসলাম আসা বলেন, ‘ঘটনা সত্য কিনা মিথ্যা আপনি এলাকায় প্রবেশ করে তদন্ত করেন। যেটা সত্য সেটাই লিখবেন। এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা দাবি করেন তিনি’।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ বলেন, ‘বিষয়টি আমি এলাকার লোক মারফত শুনেছি। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ আমার কাছে অভিযোগ করে নাই। এ বলে তিনি ফোন কেটে দেন’।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি