জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোঃ মোহন মিয়া।
বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবে মিলানায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী মোঃ মোহন মিয়া তিনি অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তোলে অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও আমি কারে জমি বেদখল করিনি। আমি আমার ক্রয়কৃত জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয় করছে।
গণমাধ্যম কর্মীদের সরজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন তিনি।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি