ঢাকমঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে রাস্তা সংষ্করণ

বার্তা কক্ষ
মার্চ ২১, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জালালেরপাড়া কেন্দুয়া বাজারের রাস্তা ব্যক্তিগত তহবিল হতে সংষ্কার করেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল। জানা যায়, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল নিজ উদ্যোগে নিজস্ব তহবিল হতে লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তাটি সংষ্কারের কাজ করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন, একটি পুকুরের কারনে রাস্তাটি ভেঙ্গে গিয়েছিল। তাই ওই এলাকার মানুষজন কেন্দুয়া বাজারে না এসে পাশ^বর্তী হাজীপুর ও গাজীপুর বাজারে যেতেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে রাস্তাটি সংষ্কারের কাজ করি। এতে করে জালালেরপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ খুব সহজেই কেন্দুয়া বাজারে আসতে পারবে। রাস্তাটি করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামীতেও চেষ্টা করবো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অবহেলিত রাস্তা-ঘাট নির্মাণ করার জন্য। আমি সকলের কাছে দোয়া কামনা করছি। এ বিষয়ে স্থানীয়রা বলেন, চেয়ারম্যান নিজের উদ্যোগে এভাবেই আমাদের জন্য এই রাস্তা সংষ্কার করে দিবে আমরা ভাবতে পারিনি। রাস্তাটি সংষ্কারের কারনে কেন্দুয়া বাজারের সাথে যাতায়াতের জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা এখন খুব সহজেই আমাদের জমির ফসল কেন্দুয়া বাজারে নিয়ে যেতে পারবো।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি