ঢাকরবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন প্রস্তুতি অনুষ্ঠানে বিএনপির হামলা

মোঃ সুমন ইসলাম
মার্চ ১৯, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

১৬ মার্চ রাত ৯টায় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাত ৯টায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর নেতৃত্বে অতর্কিত হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর ভাষণ বাজানোবস্থায় মাইক ও চেয়ার টেবিল তছনছ করেছে।

ইসলামপুর থানার ওসি তদন্ত আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং হামলার নেতৃত্ব দানকারী রেজাউল করিম ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হামলাকারীরা।

বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি