জামালপুরে মেলান্দহ ইজি বাইক চালক নাজমুল হাসানকে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইক নিয়ে যায় চোর চক্র। পরে তার লাশ ফেলে দেয় মরা গাঙ্গি বিলে।
রোববার (১২ মার্চ) দুপুরে ওই বিল থেকে নাজমুল হাসানের লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। অভিযান চালিয়ে ইজিবাইক চালক নাজমুল হাসান হত্যা ঘটনায় জড়িত অভিযোগে গ্যারেজ মালিক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে রাস্তায় বের হন চরবানি পাকুরিয়া গ্রামের নাজমুল হাসান।
রাতে তিনি আর ফেরেন নি। তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করেও পায়নি। রোববার দুপুরে স্থানীয় মরাগাঙ্গি বিল থেকে তার উদ্ধার করা হয়। স্থানীয় একটি অটো রিক্সার গ্যারেজ থেকে ঐ ইজিবাইকের ৫টি ব্যাটারি উদ্ধার ও হত্যা মিশনে জড়িত আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমিনুল ইসলাম হত্যা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সঙ্গে একই এলাকার দুই সহযোগী ছিল বলেও সে পুলিশকে জানিয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধারের ৬ ঘণ্টার মধ্যেই হত্যাকান্ডের প্রধান আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ইজিবাইকের ৫টি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ সোমবার তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।