জামালপুরে ইসলামপুর উপজেলা ১৫৭টি প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়। ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই ল্যাপটপ দেওয়া হয় ।
১২ মার্চ রোজ (রবিবার) দুপুরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ,ফরিদুল হক খান দুলাল এমপি অডিটরিয়ামে । প প্রধান অতিথির আসন অলংকৃত করেন , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত ধর্ম প্রতিমন্ত্রী জননেতা কর্ম বীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. জামাল আব্দুন নাসের (বাবুল)। ইসলামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল খালেক আখন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এড. মো: আব্দুস ছালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গফুর খান ও আইয়ুব আলী সহ প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম মিয়া।
সভাপতিত্ব করেন, ইসলামপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস।