নাটোর জেলা যুবদলের উদ্দোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ দেশব্যাপী গ্রেপ্তার কৃত দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। খেটে খাওয়া মানুষসহ সবাই এখন নিত্যপণ্য জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। অথচ ওই দ্রব্যমূল্য কমানোর দাবিতে দায়িত্ববোধ থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠন যখন আন্দোলন করছেন, তখন সেই আন্দোলন দমাতে সরকার যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর হামলা আর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। এই ধরনের হামলা মামলা নির্যাতন করে চলমান আন্দোলনকে রোখা যাবে না। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,সিনিয়র সহসভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল প্রমূখ।
বক্তরা আরো বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবি করেন।তা না হলে যে কোন পরিস্হিতির জন্য সরকারকে দায়ি থাকতে হবে বলে হুসিয়ারি দেন।