ঢাকরবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বার্তা কক্ষ
মার্চ ৫, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নত প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে রবিবার (৫ মার্চ) সকাল ১০ টায় কৃষি অফিস চত্তরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। মেলায় ১৩ টি স্টল তাদের প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহন করেছে।
এ সময় পৌর মেয়র শাহনেওয়াাজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, কৃষি কর্মকর্তা মো.হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়র রহমান, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ মেলায় প্রদর্শনীতে অংশগ্রহন করা সকল স্টল মালিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নত প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের কৃষিকে আধুনিক ও স্মার্ট কৃষিতে রুপান্তর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই মেলায় কৃষকদের আধুনিক কৃষির প্রযুক্তিগুলো প্রদর্শন করা হয়েছে। যাতে কৃষক যান্ত্রিকিকরণের মাধ্যমে অল্প খরচে স্বল্প সময়ে লাভবান হতে পারে। 

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি