ঢাকরবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রী

বার্তা কক্ষ
মার্চ ৫, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার বিকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন। তিনি মত দেন যে, যুদ্ধ থেকে লাভবান দেশগুলোর অন্য দেশগুলোর দুর্ভোগ কমাতে সহায়তা করা উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই যুদ্ধ যতো তাড়াতাড়ি শেষ হবে, উপকৃত হবে সারাবিশ্বের মানুষ। এই যুদ্ধ শুরুর পর থেকে আমরা ভীষণ দুর্ভোগ পোহাচ্ছি। মূল্যস্ফীতি বেড়েছে। স্যাংশনের কারণে পণ্য পাওয়া যাচ্ছে না। গোটা পৃথিবীর মানুষ দুর্দশায় দিন কাটাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব, এই যুদ্ধের অবসান হওয়া দরকার
এছাড়া মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবকে আরও রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করতে সহযোগিতার অনুরোধও জানান তিনি।
বৈঠকে আন্তোনিও গুতেরেস উন্নয়ন, কূটনীতি এবং করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বের জন্য তারা গর্বিত যিনি কোভিড-১৯ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেছেন এবং ইউক্রেন যুদ্ধের কারণে সংকট মোকাবেলা করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে গেছেন।
পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার জাতীয় কনভেনশন সেন্টারে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাবা করোসির সঙ্গে আলাদা বৈঠক করেন।
শেখ হাসিনা সাউথ-সাউথ দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের প্রস্তাব করেন। এসময় দুই নেতা পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা করেন।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি