বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও লুটপাট হয়, আর নেতারা বিদেশে সম্পদ পাচার করে আরাম আয়েশ করেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি গত ১৪ বছরের মতো দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট চাইলেন তিনি।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলার মিঠামইনে সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। আর গণতান্তিক সেই ধারা অব্যাহত আছে বলেই দেশের এত উন্নত হয়েছে।
বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই কিশোরগঞ্জের হাওরবাসীর ভাগ্যের পরিবর্তন করেছে। আগামীতে এই এলাকার কৃষকদের ফসল রক্ষায় বন্যা মোকাবিলায় নেয়া হবে বিশেষ ব্যবস্থা।
এছাড়া কৃষি জমি নষ্ট করে আর কোন সড়ক নির্মাণ করা হবে না জানিয়ে শেখ হাসিনা জানান, এখন থেকে হাওরে সব হবে উড়াল সড়ক। গ্রামের মানুষদের কাছে সব নাগরিক সুবিধা পৌঁছে দিতে নেয়া হয়েছে আমার গ্রাম আমার শহর প্রকল্প।
এছাড়া প্রধানমন্ত্রী আরও জানান, আগামীতে সরকারি হাসপাতাল থেকে ওষুধের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের দেয়া হবে ইনসুলিন।
ফসল উৎপাদন বাড়াতে গবেষণা চলছে। উন্নত মানের সার বীজ কৃষকের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ করে দেয়া হয়েছে। কারিগরি শিক্ষা জানলে কাজ পেতে সুবিধা হয়। তাই প্রত্যেক উপজেলায় কারিগরি স্কুল করে দেয়া হচ্ছে।
এলাকায় বসে যাতে কাজ করতে পারে এজন্য সমগ্র বাংলাদেশে ইন্টারনেট ও সেবা দেয়া।ভূমিহীনদের জমিও ঘর দেয়া হচ্ছে। একটি মানুষও যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের মানুষকে বঙ্গবন্ধু খুব ভালবাসতেন। তাদের সুখ দুখের সাথী ছিলেন। বঙ্গবন্ধু দুখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন আমিও সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।