জামালপুরে ইসলামপুর বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প তিন দিনের কর্মসূচি শেষ হওয়ার পর , চোখের সানি পরা, মাংস বৃদ্ধি সহ ল্যান্স প্রতিস্থাপন করা রোগীদের সেবা প্রদান করা হয়।
২৩ইফেব্রুয়ারি(বৃহস্পতিবার) ১’০০টায় বেলগাছা উচ্চ মাধ্যমিক ও বিএম কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন ডাঃ খোরশেদুজ্জামন মিশ্রী মিয়া কল্যাণ বোর্ড অফ ট্রাষ্টীর প্রধান এস এম শাহীনুজ্জামান (শাহীন)। রোগীর দের খোঁজ খবর নেন তাদের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাহসীকতার সাথে।এই ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেয়ে সে গর্বীত, তার বাবা একজন জনপ্রিয় সেবক ছিলেন ইসলামপুর উপজেলা বাসীর কাছে। বোর্ড অফ ট্রাষ্টীর প্রধান এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, আমি শতভাগ সাফল্য নিয়ে আপনাদের মাঝে হাজির সেবক হিসেবে কাজ করতে চাই।
এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর) প্রমুখ, বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পে সার্বিক সহযোগিতা যুব সমাজ তাদের কে ধন্যবাদ দিয়ে ক্যাম্পের কাজ আজকের মতো সমাপ্ত করেন।