২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে পাসের হার ৮৫.৯৫ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮.৭৬ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ১২ হজার ৬৭০ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ৭ হাজর ৩৮৬। সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ৫৪ হাজর ৮৭১ জন।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯.০৬ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন।
৯টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাসের হার কম ময়মনসিংহে। এ বোর্ডে পাসের হার ৭৭.৩ শতাংশ, মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৭ হাজার ১৭৯ জন।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থা করেছে সরকার। কর্মসংস্থান-উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ও করা হয়েছে। খাদ্য ও কর্মসংস্থান চ্যালেঞ্জিং বিষয়, তাই গবেষণায়-ও গুরুত্ব দেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এদিকে পরীক্ষার্থীরা বোর্ড ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং খুদে বার্তায় পরীক্ষার ফল জানতে পারছেন। দুপুর সাড়ে ১২টায় মাতৃভাষা ইনিস্টিটিউটে ২০২২ সালের ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী।
এবারের শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফলাফল।
এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে। এ ছাড়া কোন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।