ঢাকসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু পাঁচ শতাধিক

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় পাঁচ শতাধিকের বেশি মানুষের মৃত্যু। এর মধ্যে সিরিয়ায় প্রাণ গেছে ৪০০ জনের। তুরস্কে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। এরই মধ্যে দেশ দুটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এছাড়াও সাইপ্রাস, লেবানন ও মিশরেও অনুভূত হয়েছে ভূকম্পন।
একশ বছরের ভয়াবহ ভূমিকম্পে রাজধানী আঙ্কারাসহ কেঁপে ওঠে তুরস্কের অন্যান্য শহরও। মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন। ধ্বংসস্তূপে আটকা পড়ে বহু মানুষ।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু জানান, এটা ভয়াবহ ভূমিকম্প। আমাদের সব কর্মকর্তারা এখন কাজ করছেন। নিরাপত্তাবাহিনি, তুর্কি আর্মড ফোর্স, রেড ক্রিসেন্ট, ডিজাস্টার এন্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট, সবাই মিলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে।
এরইমধ্যে তুরস্কে সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে শিক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।
মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থার তথ্যমতে-ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ মাইল। স্থায়িত্ব ছিল এক মিনিটেরও বেশি। ভূমিকম্পটি আঘাত হানার পর অন্তত ৬টি আফটার শক অনুভূত হয়। এরমধ্যে একটি ছিল ৬ দশমিক ৭ মাত্রার।
প্রথমে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর সময়ের সাথে হু হু করে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। উদ্ধার ও যথাযথ ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোঁয়া। ৪ মাত্রার সতর্কতা জারি করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আঙ্কারা।
ভূকম্পন অনুভূত হয় সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও। সিরিয়াতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর পর, একে একে বেরিয়ে আসে মরদেহ। ধ্বংস্তূপের নিচে অনেকে আটকা পড়া হতাহত বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এর আগে, তুরস্কে ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় ৩০ হাজার মানুষের। আর ১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে মৃত্যু হয় ১৮ হাজার মানুষের।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি