বুধবার ইউক্রেনে রাজধানীর বাইরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের পূর্ব শহরতলী ব্রোভারির একটি কিন্ডারগার্টেনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় নিহতদের মধ্যে ৯ জন আরোহী ছিলেন।
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, তিনি কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জেলেন্সকি দুর্ঘটনাটিকে “ভয়াবহ ট্র্যাজেডি” বলে অভিহিত করেছেন।
কর্মকর্তারা এর আগে মৃতের সংখ্যা ১৮ জন বলে জানিয়েছিল।
জেলেন্সকি তার পোস্টে বলেছেন, অন্তত ১৫ জন মারা গেছে, যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হচ্ছে। তিনি বলেন, নিহতদের মধ্যে অন্তত ৩ জন শিশু রয়েছে।
ইউক্রেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন বলেছেন, তিনি “মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ইউক্রেনের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন; মোনাস্টিরস্কিকে “ইইউর একজন মহান বন্ধু” বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউক্রেনীয় মিত্ররা ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র এবং সেই অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রদান করছে।শুক্রবার তারা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের সর্বসাম্প্রতিক বৈঠক করবেন। তখন আরও সহায়তার ঘোষণা করা হতে পারে।
পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদেরকে বলেন, ওকলাহোমার ফোর্ট সিলে প্রশিক্ষণ “কয়েক মাস ধরে চলবে এবং ৯০ থেকে ১০০ জন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেয়া হবে।”
ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ প্রতিবেদক মার্গারিট বাশির এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।