মিরাজের ১ উইকেট এসেছে ৪৩ রানের বিনিময়ে।
তামিমের ইনজুরিতে ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের ভার লিটন দাসের। হাসান, মুস্তাফিজ ও এবাদতের পেস আক্রমণ নিয়ে আশাবাদী ছিলেন ক্যাপ্টেন। তার ফলও দিয়েছে বোল হাতে সাকিব-ইবাদত-ফিজরা। তবে হতাশ করেছে আবারও ব্যাটিং। অভিজ্ঞ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ আশা জাগিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি। তবে জয়টা নিয়ে ফিরেছেন মিরাজ- মুস্তাফিজ।
এর আগে ভারতে বিপক্ষে পাওয়া পাঁচ জয়ের চারটাই টাইগারদের ঘরের মাঠে। তবে ৩৬ ম্যাচের মুখোমুখিতে ৩০টাতে জয় ভারতের।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি