আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আর আইজিপি প্রশ্ন রাখেন, ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ নিয়ে কেন কথা বলেন না আলেমরা? তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা বন্ধে বাড়ানো হচ্ছে নজরদারি।
ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে বই প্রকাশ করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্মীয় উগ্রবাদ নিয়ে আলোচনা করেন আলেমরা। এতে শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রধান ইমাম বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে জঙ্গিবাদ কেউ ছড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ নিয়ে কোনো কথা না বলায় আলেম সমাজের সমালোচনা করেন পুলিশ প্রধান বেনজির আহমেদ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে সফল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আলেমরা চুপ থাকলে আবারও উত্থান হতে পারে। দেশকে ইরাক-সিরিয়া বানানোর ষড়যন্ত্র হয়েছিলো বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।