রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকার সরেয়ারতল নামকস্থানে বালুবাহী বড় ট্রাকের চাপায় পাঁচ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অটো চালক রাজা মিয়া ও শামসুল। বাকিরা সবাই গাইবান্ধার সুন্দরগজ্ঞের বাসিন্দা বলে জানা গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করে। এবং গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।